ব্রেকিং নিউজ

বাংলাদেশের পরবর্তী সিরিজের সময়সূচি প্রকাশ, দেখে নিন

ভয়াবহ আতংক নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। এদিকে সামনের এক মাস বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা নেই। আর আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপ আসরের।

তবে তার আগে ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফিবাহিনী।বিশ্বকাপের আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড খেলবে এই ত্রিদেশীয় সিরিজ।

আর ইতোমধ্যেই সেই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজে ৪ টি ম্যাচ খেলবে প্রতিটি দল। আর সেরা দুই দল খেলবে ফাইনাল।আগামী ৩ মে মালহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবে উইন্ডিজ।

এরপর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজন করবে ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজটি ৫ মে থেকে ১৭ মে’র মধ্যে শেষ হবে। প্রত্যেক দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের সূচি:*৫ই মে-আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব।*৭ই মে-উইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব।*৯ই মে-আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব।*১১ই মে-আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব।*১৩ই মে-উইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব।*১৫ই মে-বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব।*১৭ই মে-ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব।

Leave a Reply