বাংলাদেশ সফরে আসলে বিদেশি দল গুলো যেমন নিরাপত্তা পায়, তেমনটি আর কোন দেশই করেনা বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। দেশের একটি শীর্ষ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন মাশরাফি।
নিউজিল্যান্ডে বাংলাদেশ দল গিয়েছিল নামাজ পড়তে। অথচ তাদের সাথে কোন নিরাপত্তা কর্মী ছিল না। আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মাশরাফি।
তিনি বলেন, কোনো বিদেশি দল আমাদের এখানে এলে কি ধরণের নিরাপত্তা দেয়া হয়, সেটাও দেখতে পারে সবাই। আমাদের সরকার কিংবা ক্রিকেট বোর্ড যে নিরাপত্তা বলয় তৈরি করে সেটি শুধু বিশ্বমানের বললেও যেন কম বলা হয়। আমাদের দেশে যখন কোনো দল খেলতে আসে তখন সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। যেটা সাধারণত রাষ্ট্র প্রধানরা পেয়ে থাকেন।
তবে বাংলাদেশে খেলতে এসে বাসে ঢিল ফেললেও সেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এটা নিয়ে মাশরাফি বলেন, বিশ্বমানের নিরাপত্তা দিলেও আমাদের কথা শুনতে হয়।