ব্রেকিং নিউজ

কটিয়াদীতে স্বতন্ত্র প্রার্থী আলী আকবরের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (দোয়াত কলম) স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মো.আলী আকবর গণসংযোগ করেছেন। বুধবার বিকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় তিনি এই গণসংযোগ করেন।

ওয়ার্ডের প্রতিটি নারী-পুরুষ ভোটারদের খুজ-খবর নিতে তাদের সাথে সাক্ষাৎ করেন। অল্প সময়ের মাঝেই প্রতিটি ইউনিয়নের এলাকার সবগুলো এলাকাতেই নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মো.আলী আকবর।

তার প্রচারনায় অনেকেই অংশ নিচ্ছেন। কটিয়াদীরের সার্বিক উন্নয়নের কথা ভেবে ভোটাররা বীর মুক্তিযোদ্ধা লায়ন মো.আলী আকবরকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন নের্তৃবৃন্দগণ।

Leave a Reply