স্টাফ করেসপন্ডেন্টঃ আসন্ন পঞ্চম কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তরা বলেন,উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় মূল্যবান ভোট দিয়ে তানিয়া সুলতানা হ্যাপিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান দলীয় নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-তথ্য গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন আলা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হামিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, যুবলীগের আহ্বায়ক রুহুল আমীন শাকিল, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ডা.আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের,
ধূলদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ দিদার আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা এ.কে.এম মুর্শেদ সজিব, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক বাবু, চান্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী মোজাম্মেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।