ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কেন্দ্রীয়ভাবে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৫ শতাংশ।
অপরদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।