কাশ্মিরের সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে শনিবার প্রচলিত ক্রিকেটীয় ক্যাপের বদলে সেনাবাহিনীর ক্যাপ মাথায় মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে এই শ্রদ্ধা জানানোর পদ্ধতি নিয়ে কড়া সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট। এটা আইসিসি প্রদত্ত কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় তীব্র নিন্দা জানিয়েছেন অনেক ক্রিকেটবোদ্ধা। দাবি করেছেন বড় শাস্তিরও।
ইতিহাস বলছে রাজনৈতিক সম্পর্ক স্পষ্ট হওয়ায় বড় শাস্তিই প্রাপ্য ভারতীয় ক্রিকেট দলের। ২০১৪ সালে ‘সেভ গাজা ’ ও সমমানের দুটি ড়িস্ট ব্যান্ড ইউজ করায় মঈন আলিকে সতর্ক করেছিল আইসিসি। ভারতের বিপক্ষে সেই ম্যাচ থেকেই তার ব্যান্ডও নিষিদ্ধ করা হয়েছিল।
আইসিসির কোড অব কন্ডাক্টে পরিষ্কার বলা কোন প্রকার রাজনৈতিক উষ্কানি ক্রিকেটে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই কর্মকান্ডে ভারতের নিষেধাজ্ঞা দাবি বিশ্ব ক্রিকেটবোদ্ধাদের। তাই যেকোন সময় আসতে পারে কড়া সিদ্ধান্ত।