বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ দুপচাঁচিয়া শাখার উদ্যোগে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনের রাস্তায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ দুপচাঁচিয়া শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, সহসভাপতি মাসুদ পারভেজ, শামীম শাহী, লায়লা আরজুমান, মতিউর রহমান, সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আফছা সুলতানা, রাখি রানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী প্রধান শিক্ষকের পদ চাই না আমরা প্রধান শিক্ষকের নিচের ১১তম গ্রেড চাই। পরে একই দাবীতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।