ব্রেকিং নিউজ

পিএসএলের এক ম্যাচে রেকর্ডের বন্যা

শনিবারই নিজ দেশ পাকিস্তানে ফিরেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর আগে আরব আমিরাতে প্রথম পর্ব শেষ করেছে, নিজ দেশে প্রথম ম্যাচেই রেকর্ডের ফুলঝুরি ছুটেছে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্সের ম্যাচে। যেখানে ৪৯ রানের জয়ে নিজেদের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ইসলামাবাদ।

ম্যাচের প্রথম ইনিংসে ক্যামের ডেলপোর্টের সেঞ্চুরি ও আসিফ আলির হাফসেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইসলামাবাদ। যা তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানের বেশি করতে পারেনি লাহোর। হেরে প্লে-অফ খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে লাহোরের।

পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটা শনিবার রাতে নিজেদের করে নিয়েছে ইসলামাবাদ। চলতি আসরেই মুলতান সুলতানসের বিপক্ষে ৪ উইকেটে ২০৪ রান করেছিল লাহোর। এবার তাদের বিপক্ষেই ৩ উইকেটে ২৩৮ রান করে রেকর্ডটি নিজেদের করেছে ইসলামাবাদ।

পিএসএলের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ডও হয়েছে এই ম্যাচে, ২৩৮ রান করার পথে ক্যামেরন ডেলপোর্ট ৬, চ্যাডউইক ওয়াল্টন ৪ এবং আসিফ আলি হাঁকিয়েছেন ৬টি ছক্কা। সবমিলিয়ে ইনিংসে হয়েছে ১৬টি ছক্কা।

পিএসএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ১৩ চার ও ৪ ছক্কার মারে ৬০ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ক্যামেরন ডেলপোর্ট। নিজের সেঞ্চুরি তিনি করেছেন মাত্র ৪৯ বলে, যা কি-না পিএসএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া পিএসএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এটি।

পিএসএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম ফিফটির রেকর্ডটিও হয়েছে এই ম্যাচে, ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে নেমে মাত্র ২১ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংস খেলেছেন আসিফ। এ রান করার পথে মাত্র ১৭ বলে ফিফটি করেন তিনি।

টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ডটাও হয়ে গেছে এই ম্যাচে, ইসলামাবাদের ইনিংসে ২৩৮ রানের মধ্যে বল হাতে ৪ ওভারে ৬২ রান খরচ করেছেন শাহীন আফ্রিদি।

এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ১৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ। পিএসএলের এক ম্যাচে সেরা বোলিংয়ের তালিকায় এটি উঠে এসেছে দুই নম্বরে। ১৬ রানে ৬ উইকেট নিয়ে সবার ওপরে রবি বোপারা অবস্থান করছে।

Leave a Reply