ব্রেকিং নিউজ

কম্বোডিয়ার মাটিতে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

চলতি বছরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে শনিবার কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কম্বোডিয়ার নম পেন অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় মাঠে গড়িয়েছে ম্যাচটি।

মুখোমুখি পরিসংখ্যানে কম্বোডিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট তিনবারের দেখায় বাংলাদেশের জয় দুটিতে। বাকি ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কম্বোডিয়াকে।

স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।৮৩ মিনিটে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন বদলি খেলোয়াড় মিডফিল্ডার রবিউল ।

বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭২ আর বাংলাদেশ ১৯২।

Leave a Reply