ব্রেকিং নিউজ

শাহরিয়ার নাফীসের ব্যাটিং তান্ডবে জিতলো রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর উদ্বোধনী দিনে সাভারের বিকেএসপিতে টানটান উত্তেজনার এক ম্যাচ উপহার দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন ।

টসে জিতে রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ।প্রথম ওভারেই ব্রাদার্স তাদের উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুরকে হারায় । নিয়মিত বিরতিতে উইকেট হারানো ব্রাদার্স ৮২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ।ষষ্ঠ উইকেটে ব্রাদার্স এর শরিফুল্লাহ ও ইয়াসির আলীর ৯০ রানের জুটিতে দল ভাল অবস্থানের দিকেই যাচ্ছিল । কিন্তু তিন বলের ব্যবধানে এ দুইজন আউট হলে আবারো পথ হারায় ব্রাদার্স ।

শেষের দিকে অধিনায়ক মোহাম্মদ শরীফ ও হাবিবুর রহমানের ছোট দু’টি ইনিংসের কল্যাণে দল ২২০ রানের পুঁজি পায় । জবাবে ব্যাট করতে নেমে ওপেনারদের কল্যাণে রূপগঞ্জ পায় উড়ন্ত সূচনা ।১১ ওভারেই তুলে ফেলে ৬৫ রান ।

কিন্তু আজমীর ৩৮ রান করে আউট হতেই নিয়মিতবিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ । তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা শাহরিয়ার নাফীস এক প্রান্ত আগলে দলকে জয়ের স্বপ্ন দেখান ।জয় থেকে ১০ রান দূরে থাকতে দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে নাফীস আউট হন ।

শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল রূপগঞ্জের ।১ ছক্কায় ১ বল বাকি থাকতে মুক্তার আলি দলকে জয়ের বন্দরে নিয়ে যান ।

সংক্ষিপ্ত স্কোর: ব্রাদার্স ইউনিয়ন ২২০/৮ (৫০ ওভার) ইয়াসির ৬৫, শরিফুল্লাহ ৩৫ মুক্তার ২/৩৮, নাবিল সামাদ ২/৪১

লিজেন্ডস অব রূপগঞ্জ ২২১/৭ (৪৯.৫ ওভার) শাহরিয়ার ৫৯, আজমীর ৩৮ জনি ৩/৬৪, শরীফ ২/৩৫

Leave a Reply