ব্রেকিং নিউজ

ডিপিএলে আবাহনীর অধিনায়ক হচ্ছেন যিনি

গত আসরের মত এবারও মাশরাফি বিন মুর্তজাকে দলে ধরে রেখেছে ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গত আসরে দলটির অধিনায়ক ছিলেন নাসির হোসেন। যদিও শিরোপা জয়ের পেছনে নেতৃত্বটা আসলে দিয়েছেন মাশরাফিই। নতুন আসরকে সামনে রেখে এবারও মাশরাফিকেই অধিনায়ক করার কথা ভাবছে ঐতিহ্যবাহী দলটি।

যদিও এখনও মাশরাফি রয়েছেন দেশের বাইরে। ওয়ানডে সিরিজ শেষ করে পরিবারসহ ঘুরতে গিয়েছিলেন ভারতে। আসরের শুরুতেই ফিরে আসার কথা থাকলেও প্রথম তিনটি ম্যাচে মাশরাফিকে পাওয়া যাচ্ছে না।

এমনটি জানিয়ে দলের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মাশরাফির কথা ছিল ১০ তারিখের পর থেকে সব ম্যাচ খেলার। ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচ থেকেই মাশরাফিকে পাব। কিন্তু ও দেশের বাইরে।’

প্রথম তিনটি ম্যাচে মাশরাফির না খেলার সম্ভাবনা জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি জানিও না কবে গেছে, আমার সাথে যোগাযোগ হয়নি ওইভাবে। ও আসার পর হয়তো জানা যাবে কবে খেলবে। হয়তো তিন ম্যাচ মিস করবে।’

মাশরাফি দলে থাকলে নিশ্চিতভাবেই তিনিই দলকে সবচেয়ে নিবিড়ভাবে দেখভাল করেন। তাই মাশরাফির কাঁধেই অধিনায়কত্বের ভার চাপাতে চায় আবাহনী। সুজনের ভাষ্য, ‘গতবার মাশরাফিই ছিল। নাসির নামেমাত্র ছিল আরকি। মাশরাফি থাকা মানেই একটা বড় ব্যাপার। নাসির আমাদের ক্যাপ্টেন ছিল সেটা সত্যি কথা। তবে মাশরাফি টিমে থাকলে মাঠ কন্ট্রোল করার মত কাজে অবশ্যই ওর সাহায্য তো ছিলই। নাসিরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল গতবার।’

মাশরাফি দলের সাথে যোগ দেওয়ার আগ পর্যন্ত নেতৃত্বে দেখা যেতে পারে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে। সুজন বলেন, ‘আমি মনে করি মোসাদ্দেকও খারাপ হবে না। তবে মাশরাফি আসলে মাশরাফিকেই অনুরোধ করা হবে অধিনায়ক হওয়ার জন্য।’

একনজরে এবারের ডিপিএলে আবাহনীর স্কোয়াড-

সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, কুশল সিলভা।

Leave a Reply