ওয়েলিংটন টেস্টের আগেও বাংলাদেশ শিবিরে চোটের হানা যেন থামবার নয়। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চোটের শিকার হয়েছেন তামিম ইকবালও। সিরিজের দ্বিতীয় টেস্টে বাঁহাতি এই ওপেনার খেলতে পারবেন কি না এ নিয়েও ছিল সংশয়।
তবে তামিমকে নিয়ে সংশয় দূর করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন, প্রথম টেস্টের দুই ইনিংসেই উজ্জ্বল তামিম দ্বিতীয় টেস্টেও মাঠে নামার কথা রয়েছে।
রিয়াদ বলেন, ‘ইনজুরি তো খেলারই একটা অংশ। তামিমের ব্যাপারে আমি আশাবাদী। তার একটু চোট আছে। তবে আশা করি সে ব্যাট করতে পারবে। ব্যাট করতে সে কমফোর্টেবল।’
এদিকে প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা মুস্তাফিজুর রহমান ফিরছেন দ্বিতীয় টেস্টে। ধকলের হাত থেকে বাঁচাতে তাকে প্রথম টেস্টে খেলানোর ঝুঁকি নেননি কোচ-অধিনায়ক। তবে তরুণ পেস ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে ছাড়া খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মুস্তাফিজ একাদশের বাইরেই ছিলেন মূলত দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পুরো উদ্যম নিয়ে খেলার জন্য।
ওয়েলিংটন টেস্টে মুস্তাফিজ ফিরবেন জানিয়ে রিয়াদ বলেন, মুস্তাফিজ একাদশে ফিরলে কে বাদ পড়বেন সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
ফিরছেন মুস্তাফিজ, থাকছেন তামিম (2)‘মুস্তাফিজ ইনশাআল্লাহ্ দ্বিতীয় ম্যাচে ব্যাক করবে। তবে কার জায়গায় ব্যাক করবে সেটি ম্যানেজমেন্ট কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’– বলেন রিয়াদ।
চোট জর্জর দল নিয়ে বাংলাদেশ রয়েছে অস্বস্তিতে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে পোহাতে হচ্ছে ভ্রমণের ক্লান্তিও। তবে চোটের সমস্যাকে স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণ করে রিয়াদ জানালেন, পুরো সফরে আর কোনো ক্ষেত্রে সমস্যা কিংবা অসুবিধা হচ্ছে না দলের।
রিয়াদের ভাষ্য, ‘একটু সমস্যা তো থাকবেই। পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একেকটা জায়গায় একেকটা ম্যাচ খেলছি। অন্যান্য সুবিধা ঠিকই পাচ্ছি।’
প্রসঙ্গত, শুক্রবার (৮ মার্চ) ভোর চারটায় শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ।