নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে পিপরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পাটুল বাজারে ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মোঃ আমিরুল ইসলামকে সভাপতি ও মোঃ জেলিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফকরুদ্দিন (ফুটু মাস্টার), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহাজালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আক্তার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শিবলু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান তানভির, রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল পাটোয়ারী সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।