ব্রেকিং নিউজ

দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

গোলাম মুক্তাদির সবুজ,দুপচাচিয়া প্রতিনিধি: দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ও পৌরসভার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, আবুল খায়ের খোকা, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, ছাত্রলীগ নেত্রী মাহবুবার নাছরিন রূপা, শিক্ষার্থী ফারিয়া ইসলাম। এসময় উপজেলার মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও অতিথিদের পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply