ব্রেকিং নিউজ

এলাকার মেয়ে হিসেবে গরীব-দুঃখী মানুষের পাশে থাকতে চায় : তানিয়া সুলতানা

আতিকুর রহমান কাযিন, স্টাফ রিপোর্টারঃ কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি বলেছেন, “আমি আপনাদের সকলের পাশে থাকতে চাই”। বাংলাদেশ আওয়ামীলীগের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমি আপনাদের সাথে থেকে আপনাদের সুখে-দুঃখে থাকতে চাই। কাজ করতে নারীদের নিয়ে।

বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া বাজারে গণসংযোগের সময় ভোটারদের উদ্দ্যেশ্য তানিয়া সুলতানা হ্যাপি এসব কথা বলেন।

তানিয়া সুলতানা বলেন, আমি উপজেলা পরিষদের নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার কাছে আসতে কোনো এজেন্ডারের প্রয়োজন হবে না। যেকোন সময়, যে কোনো মুহূর্ত্বে আমি আপনাদের ডাকে উপস্থিত থাকবো।

তানিয়া সুলতানা আরো বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে, আপনাদের মেয়ে হিসেবে আমি আপনাদের সহযোগীতা চেয়ে নৌকাকে বিজয় করতে আহ্বান জানান তিনি।

Leave a Reply