গেল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন গেল বিপিএল আসরে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে চমকে দেখানো লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদী। ১৬ বছর বয়সী লেগ স্পিনার আফ্রিদী ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
বল হাতে তিনি এদিন দুর্দান্ত পারফর করেছেন। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আফ্রিদি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। ইকোনমিক ছিলো মাত্র ২.৫০।
বাংলাদেশর বহু দিনের আক্ষেপ এক জন লেগ স্পিনারেরর। এই আফ্রিদীই হয়তো সেই আক্ষেপ ঘুচাতে পারে। গেল বিপিএল আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুরের জার্সি গায়ে মাঠে নেমছিলে আফ্রিদী। কুমিল্লার বিপক্ষে এদিন তিনি ২.৩ ওভারে মাত্র ৮ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট।
৮ মার্চ থেকে ওয়ানডে ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। ক্রিকেট ভক্তরা ফের অধীর অপেক্ষায় আছে তরুণ এই লেগ স্পিনারের বোলিং দেখার জন্য।