ব্রেকিং নিউজ

ধনবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টায় গ্রেফতার-৩

ধনবাড়ী প্রতিনিধি,,টাঙ্গাইলের ধনবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানাপাড়া এলাকার তৌফিক আহমেদ সিদ্দিকির ২য় তলা বাসায় ভাড়াটিয়াদের জিম্মি করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৫/৬ জন ব্যক্তি অভিযান চালানোর নাম করে বাসার ভিতরে প্রবেশ করে। বাসার ভিতরে প্রবেশ করে কোন কিছু বুঝে উঠার আগেই বাসার সকল সদস্যকেই বেঁধে ফেলে মুখে কসটেপ লাগিয়ে দেয়। তারপর তারা ভিতরের আসবাবপত্র তল্লাশির নামে ডাকাতির চেষ্টা করে।

এমতাবস্থায় বাসার জনৈক ব্যক্তি গোপনে থানায় ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পেরিআটা গ্রামের মো. লিটু মিয়া (২৬), সুনামুই বাদুরিয়া গ্রামের রাজিব আহমেদ (৩০) ও পৌর শহরের চালাষ গ্রামের হযরত আলী (২৮)।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply