ইদানিং প্রায় ঘটছে এমন ঘটনা, প্রিয় প্লেয়ারকে কাছ থেকে ছুঁতে, বা দেখতে ওনেকেই ঢুকে পড়ছেন মাঠে,
আজও এমন ঘটনা ঘটলো ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচে।
ভারতের ব্যাটিং করা শেষে, অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর আগে যখন ফিল্ডিং করার জন্য মাঠে নামলেন ভারতের প্লেয়াররা তখনই এক দর্শক ঢুকে পড়লেন মাঠের ভিতর, তার টার্গেট ছিলো ধোনীর সাথে দেখা করার,
যখন দর্শক ধোনীর কাছে আসলেন ধোনীও মজা করে দৌড় দিলেন, পরে অবশ্য তাকে জড়িয়ে ধরেছেন।