ব্রেকিং নিউজ

ডিপিএল সেমিফাইনালে খেলবে যে ৪ দল

গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে ডিপিএল টি-টোয়েন্টি ২০১৮-১৯ আসরের গ্রুপ পর্বের খেলা। ফরহাদ রেজার অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচটিতে ৩ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর।

সেমিফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছিল তিনটি দল। চতুর্থ দল হিসেবে কারা পাড়ি জমাবে সেমিতে তা জানতে তাই সবারই চোখ ছিল ম্যাচটিতে।

জিতলেই শেষ চারে উর্ত্তীণ হবে গাজী গ্রুপ। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেও স্বপ্নভঙ্গ হলো দলটির। প্রাইম দোলেশ্বরের জয়ে গ্রুপ ‘ডি’-তে থাকা সব দলেরই জয়ের সংখ্যা দাঁড়ায় একটি করে। যার ফলে সেমিফাইনালে যাওয়ার হিসেবনিকেশ গড়ায় নেট রান রেটের মারপ্যাঁচে।

শেষ পর্যন্ত গাজী গ্রুপ ও বিকেএসপির চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয় দলটির। সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগামী শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে নাসির হোসেন-নুরুল হাসান সোহানদের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে দলটি।

এদিকে আরেক সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুক্রবার দিনের প্রথম ম্যাচে মাঠে লড়বে দল দু’টো। নতুন সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে।

সেমিফাইনালের দুটো ম্যাচই আয়োজিত হবে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সেমিফাইনাল শেষে একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ানুযায়ী সন্ধ্যা ৬ টায়।

সেমিফাইনাল-

১ মার্চ ২০১৯ শেখ জামাল বনাম শাইনপুকুর দুপুর ২টা শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম১ মার্চ ২০১৯ প্রাইম ব্যাংক বনাম প্রাইম দোলেশ্বর সন্ধ্যা ৬.৩০টা শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

ফাইনাল

৪ মার্চ ২০১৯ সেমিফাইনাল ১ বিজয়ী বনাম সেমিফাইনাল ২ বিজয়ী সন্ধ্যা ৬.০০ মিনিট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Leave a Reply