প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজ প্রথম দিনে দুর্দান্ত খেলেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণে আজ নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আবহনী লিমিটেড। কিছুদিন আগেও বিতর্কিত কারণে সংবাদ এর প্রধান শিরোনাম হয়েছিলেন এই সাব্বির রহমান।
বিপিএল এর পর সাজা কমিয়ে সাব্বির রহমানকে ঢুকানো হয় জাতীয় দলে। নতুন জীবন পাওয়া সাব্বির প্রতিজ্ঞা করেছিলেন এবার তিনি ঘুরে দাঁড়াবেন। আর সেটি করলেন সাব্বির। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তিনি তাঁর অভিষেক সেঞ্চুরি।
এর আগেও ভালো খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের সিরিজ শুরুর আগে বিপিএলের শেষ তিন ম্যাচে তিনি করেছিলেন ৩২, ৪৫ এবং ৪৪ রান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৪০ রান। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৩ রান।
কিন্তু দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করে কিছুটা আশা জাগিয়েছিলেন তিনি। আর শেষ ম্যাচে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর আজ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টই ব্যাট হাতে ৫৮ রানের পাশাপাশি বল হাতে তুলে নিয়েছে দুটি উইকেট। সাব্বির রহমানের শেষ ৮ ইনিংস (৫৮,১০২,৪৩,১৩,৪০,৩২,৪৫,৪৪*)