ব্রেকিং নিউজ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে তাইজুল

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

আর এই সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আসন্ন টেস্ট সিরিজে আর মাত্র ৩টি উইকেট শিকার করতে পারলেই টেস্ট ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করবেন তাইজুল।

এখন পর্যন্ত ২৩টি টেস্ট খেলা তাইজুলের উইকেটসংখ্যা ৯৭। তাইজুলের আগে এই রেকর্ড গড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ৫৫ টেস্টে ২০৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন সাকিব।

অন্যদিকে ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে সাকিবের পরেই আছেন রফিক। রফিককে টপকাতে হলে তাইজুলের প্রয়োজন ৪টি উইকেট।

Leave a Reply