নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু জয় এখনও অধরাই রয়েছে টাইগারদের। কিউইদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১০টিতে বাকি তিনটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে ‘ড্র’ তে।
সাদা পোশাকে আবারও কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিলটনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এরপর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৮ মার্চ। ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ ম্যাচটি ১৬ মার্চ শুরু হবে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত যতোগুলো টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে ব্যাটিংয়ে শীর্ষে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরিতে ৭৬৩ রান করেছেন তিনি। কিইউদের বিপক্ষে সাকিবের একটি ডাবল সেঞ্চুরি করেছে। ৯ ম্যাচ খেলে ৬টি হাফসেঞ্চুরিতে ৬৩০ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল।
সমান সংখ্যক ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ৫৫৮ রান করে তৃতীয় অবস্থানে ব্র্যান্ডন ম্যাককালাম। তিন ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ৪৬৩ রান করে চতুর্থ মুমিনুল হক সৌরভ। আর ৭ ম্যাচে ৫ হাফসেঞ্চুরিতে ৪৪৩ রান করে তালিকার পঞ্চম স্থানে রস টেলর।
বোলিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্রোরি। ৯ ম্যাচ খেলে ৫১টি উইকেট নিয়েছেন তিনি। ৮ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান।
তৃতীয় অবস্থানে ৪ ম্যাচে ১৯ উইকেট নিয়ে মার্টিন। ৩ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ওয়াগনার চতুর্থ স্থানে। আর ৪ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ও’ব্রাইন।