ব্রেকিং নিউজ

প্রাথমিকে সমন্বয় বদলি, কেউ যেন হয়রানির শিকার না হয়

দেশগড়ার কারিগর হচ্ছে শিক্ষক। একজন প্রকৃত শিক্ষকই পারে দেশকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে। শিক্ষক ভাল হলে শিক্ষার্থী ভাল হতে বাধ্য। তাই জাতিগঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি একটি পরিপত্র জারী করেছে সমন্বয় বদলির জন্য। পরিপত্রে বলা আছে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নব্য জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ে ৫০% শিক্ষক নিকটবর্তী প্রতিষ্ঠানে সমন্বয় বদলি করতে হবে।

কাজটি অনেক কঠিন হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ধারণা ২০১৩ সালে ২৬,০০০ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অপেক্ষাকৃত দূর্বল। কেননা নব্য জাতীয়করণকৃত শিক্ষকরা কোনো পরীক্ষা ছাড়াই স্থানীয়ভাবে নিয়োগ পেয়েছিলেন। যদিও ঢালাওভাবে দূর্বল বলা সমীচীন হবে না, তবুও নব্য জাতীয়করণকৃত ৪০-৫০ ভাগ শিক্ষক ছিল এসএসসি পাশ। তবে পরবর্তীতে অনেকেই আরো শিক্ষকতা অর্জন করেছে। এ কথা নিশ্চিত যে নতুন প্রাথমিক বিদ্যালয়ে অনার্স-মাস্টারস শিক্ষকও ছিল বা আছে।

বর্তমানে নব্য জাতীয়করণকৃত বিদ্যালয়ে নতুন নিয়োগ বা বদলির মাধ্যমে অনেক সমন্বয় হয়েছে। এমতাবস্থায় সমন্বয় করতে গিয়ে অনেক জামেলা পোহাতে হবে। কাজটি জটিল হবে। কেননা নির্দেশনা পাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে তদবির। অনেক শিক্ষক হন্যে হয়ে ছুটছেন নেতা, এমপি বা মন্ত্রীদের পেছনে। এক্ষেত্রে সম্মানীত উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করি। কোনোভাবেই যেন কোনো শিক্ষক হয়রানির শিকার না হয়।

সঠিক হিসেব কষে সমন্বয় বদলি করা উচিত। এখন আরেকটি কথা মাথায় ঘোরপাক খাচ্ছে যে সমন্বয় বদলি হলেই কি প্রাথমিকে শিক্ষার মান বাড়বে? আমার ধারণা মতে অবশ্যই বাড়বে। কেননা এমনও বিদ্যালয় আছে যেখানে তিন থেকে চারজন শিক্ষক এসএসসি/এইচএসসি পাশ। এখানে ৫০% বদলি করে যদি স্নাতক পাশ অভিজ্ঞ শিক্ষক আনা হয় বিদ্যালয়টির চেহারাই পাল্টে যাবে। বিদ্যালয়টি অবশ্যই ভাল ফলাফল করবে।

আবার আরেকটি সমস্যা হবে। তা হলো নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে ঐ বিদ্যালয়ের ফলাফল আগের তুলনায় খারাপ হবে। তবে সমন্বয় বদলি হলে সামগ্রিক ফলাফল ভাল হবে। উদ্যোগটি ভাল যদি সঠিকভাবে সমন্বয় করা যায়। সমন্বয়ের ব্যাপারে কেউ যেন হয়রানির শিকার না হয় এটাই আমাদের প্রত্যাশা।

মুন্নাফ হোসেন

সহকারি শিক্ষক মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

ধনবাড়ী, টাংগাইল।

Leave a Reply