ব্রেকিং নিউজ

যে কারণে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন সাব্বির

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের সেরা রাব সংগ্রহক।কিন্তু ওয়ানডে দলে থাকলেও নেই ৩ম্যাচ টেষ্ট সিরিজে।তাই মাশরাফি, রুবেল,শফিউলের সাথে দেশে ফিরতে হচ্ছে সাব্বিরকেও।

তবে এ সফরটা দারুণ কেটেছে সাব্বির রহমানের। শেষ ওয়ানডেতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। হয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মাশরাফির সঙ্গে দেশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ডানহাতি পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১.৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এদিকে বাংলাদেশ সময় আজ দুপুর ১২টায় নিউজিল্যান্ড ত্যাগ করবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এটিই ছিল মাশরাফির প্রথম সিরিজ। নতুন বছরে সিরিজটি হারতে হয়েছে বাজেভাবে। একচেটিয়া প্রাধান্য বজায় রেখে বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এ সিরিজে একেবারেই নিজের ছায়া হয়ে ছিলেন ম্যাশ। পুরো সিরিজে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ওয়ানডে সফরে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি শফিউল ইসলাম।

অলরাউন্ডার সাইফউদ্দিন তিনটি ম্যাচ থেকে করেছেন ৯৫ রান। বল হাতে ছিলেন যাচ্ছে তাই অবস্থায়। ১৩৫ রান খরচায় নিয়েছেন মাত্র একটি উইকেট।

Leave a Reply