টেস্ট দলে সৌম্য সরকারের নাম ছিল না। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে দেশে ফিরছেন না তরুণ ওপেনার। নিউজিল্যান্ডে রেখে দেওয়া হয়েছে তাকে।মূল কথা টেস্ট স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে সৌম্যকে। চোটের কারণে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সিরিজের প্রথম দুই টেস্ট খেলা নিয়ে বড় শঙ্কা। ফলে টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে সৌম্যর নাম। জানা গেছে,
সৌম্যকে রেখে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও শফিউল ইসলাম স্থানীয় সময় আজ দুপুর ১২টায় নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রুবেল হোসেন দেশের বিমান ধরবেন আগামীকাল দুপুরে। সাকিবের না থাকাটা নিশ্চিত হলেও এখন পর্যন্ত তার অনুপস্থিতিতে দলকে কে নেতৃত্ব দিবেন সেটা নিশ্চিত করেনি টিম ম্যানেজম্যান্ট। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেই হয়তো দেখা যাবে অধিনায়কের ভূমিকায়।
আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।