সুমন চন্দ্র, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘শিক্ষা মানুষকে আলোকিত করে তোলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়ার ইউনিয়নের বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইয়ু্থ ফোর্স এর আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়।
ইয়ুথ ফোর্স এর সভাপতি মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এবং ইয়ুথ ফোর্স এর ক্রিড়া সম্পাদক বিকাশ চন্দ্র রায় এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরৎ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিত চন্দ্র রায়, সহকারি শিক্ষক প্রদীপ কুমার রায়, পরিমল চন্দ্র রায়, রাজেন্দ্র চন্দ্র রায়, হরিদাশ রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফোর্স এর সকল সদস্য বৃন্দ।