অবশেষে ক্রিকেটকে একেবারে বিদায় জানালেন জাতীয় দলের সাবেক পেসার রবিউল ইসলাম।রবিউল ইসলাম হলেন একমাত্র পেসার যিনি
বিদেশের মাটিতে টাইগারদের হয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন।বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৯ টি টেস্ট ৩টি ওয়ানডে এবং ১ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
২০১০ সালে টেস্ট ক্রিকেটের অভিষেক হয় এই পেসারের, এরপর ২০১৩ সালে ওয়ানডে ক্রিকেটে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয় তার। সল্প এই ক্যারিয়ারে খুব একটা আলো ছড়াতে না পারায় জাতীয় দলে নিয়মিত হতে পারেননি কখনো।৯ টেস্টে ২৫ উইকেট, ৩ ওয়ানডেতে ২ উইকেট এবং একটি মাত্র টি-টুয়েন্টি খেলে উইকেট শূন্য ছিলেন ডানহাতি এই পেসার।