ব্রেকিং নিউজ

রেটিং হারানোর শঙ্কায় বাংলাদেশ!

নিউজিল্যান্ড সফরটা বড্ড খারাপ যাচ্ছে বাংলাদেশের জন্য।৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা ;নিউজিল্যান্ড এর বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারলে রেটিং পয়েন্ট হারাবে টাইগাররা আর জিতলে পয়েন্ট আগের পয়েন্ট ই থাকবে টাইগারদের।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে হোয়াইটওয়াশের লজ্জার সঙ্গে তিন তিনটি মূল্যবান রেটিং পয়েন্টও হারাবে টাইগাররা।

সিরিজ শুরু আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় এরই মধ্যে ২ কমে রেটিং পয়েন্ট হয়েছে ৯১। তৃতীয় ওয়ানডে হারলে রেটিং পয়েন্ট হবে ৯০। কিন্তু সিরিজ যদি ২-১ ব্যবধানে হারলেও রেটিং পয়েন্টের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ রেটিং পয়েন্ট ৯৩-ই থেকে যাবে বাংলাদেশের।

তবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ না করতে পারলে ক্ষতি হবে নিউজিল্যান্ডের। সিরিজের দুই ম্যাচ জিতে ১১২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে কিউই। যদি শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের চতুর্থতে নেমে যাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ কি পারবে সিরিজের শেষ ম্যাচ জিততে!নিজেদের রেটিং পয়েন্ট ধরে রাখতে গেলে শেষ ম্যাচে টাইগারদের জয়ের কোন বিকল্প নেই।
এর জন্য চোখ রাখতে হবে আগামীকাল ভোর ৪টায় শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচে।

Leave a Reply