নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দলের বোলিং শক্তি বাড়ানোর জন্য রুবেলকে দলে অন্তর্ভুক্ত করতে পারে টিম ম্যানেজম্যান্ট। কপাল পুড়তে পারে সাব্বির রহমানের। অধিনায়ক মাশরাফির মতে, এসব কন্ডিশনে বা উইকেটে হাতে একজন অসাধারণ বোলার থাকা চাই।
২য় ম্যাচে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১০ উইকেটে ২২৬ রান সংগ্রহ করেছে। তামিম ৫ রান(আউট), লিটন ১ রান(আউট), সৌম্য ২২ রান ৩ চার, মুশফিক ২৪ রান ২ চার(আউট), মিথুন ৫৭ রান ৭ চার ১ ছয়(আউট), মাহমুদুল্লাহ ৭ রান(আউট), সাব্বির ৪৩ রান ৭ চার(আউট), মেহেদি ১৩ রান ১ চার(আউট), সাইফুদ্দিন ১০ রান(আউট), মুস্তাফিজ ৫ রান ১ চার*, মাশরাফি ১৩ রান ১ ছয়(আউট)
নিউজিল্যান্ড কে ২২৭ রানের টার্গেট দিইয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা হেরে যায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মীথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মুস্তাফিজুর রহমান