ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাস নিষেধাজ্ঞার পর আবারও ফিরছেন সাব্বির। জাতীয় দলে ফেরা এ ব্যাটসম্যানকে প্রিমিয়ারে উত্তরা স্পোর্টিং ক্লাবে নাম লেখালেন। চলতি আসরে এ ক্লাবের হয়ে খেলবেন তিনি।
সাব্বির ছাড়া প্লেয়ার্স ড্রাফটের আগে ‘এ’ ক্যাটাগরিরর আরও দুই ক্রিকেটার দলে নিয়েছে উত্তরা স্পোর্টিং তাদের ক্লাব। তারা হলেন, সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম অপু।
ডিপিএলে নবাগত দুই দল উত্তরা স্পোর্টিং ও বিকেএসপির রিটেইন করার সুযোগ না থাকায় তারা ড্রাফটের আগেই তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পায়।বিকেএসপির বেছে নেওয়া তিনজন- আকবর আলি, শামিম হোসেন ও পারভেজ হোসেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার।
ডিপিএলে ওয়ানডে লিগ শুরুর আগে মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। ওয়ানডে লিগ শুরু হওয়ার কথা আগামী ১ মার্চ। আর টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি থেকে।