ব্রেকিং নিউজ

ওপেনিং এ এক পরিবর্তন নিয়ে শেষ ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো শোচনীয়ভাবে হেরে গেল বাংলাদেশ দল। গত ম্যাচের মতো আজও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শনিবার ক্রাইস্টচার্চে শোচনীয় পরাজয়ের পেছনে নিজেদের ব্যাটিং ব্যর্থতা ও নখদন্তহীন বোলিংকে দায়ী করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেটি ১৩.৫ ওভার হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচের পর মাশরাফি বলেন, ‘সকালের আবহওয়া বোলারদের জন্য সহায়ক ছিল। উইকেট হারানো সত্ত্বেও মুশি (মুশফিকুর রহিম) সেট হয়ে গিয়েছিল। যদি টপঅর্ডার ব্যাটসম্যানরা কয়েকটা ভালো জুটি উপহার দিয়ে যেত তবে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘুড়ে দাড়ানোর জন্য দ্বিতীয় ম্যাচে ভালো করার কথা বলেছিল মাশরাফি। কিন্তু তার সেই কথা পালন করতে পারেনি দলের ব্যাটসম্যানরা। ফলে আরো একটি ৮ উইকেটের হার সঙ্গী হল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেও ৮ উইকেটে হেরেছে তারা।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২২৬ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের মতই টপ ও মিডলঅর্ডারে সবাই ছিল ব্যর্থ। রান করেছে লোয়ার্ড অর্ডারের ব্যাটসম্যানরা।

আগের দিন হাফসেঞ্চুরি করা মিঠুন এদিন করেন ৫৭ রান। সাব্বির রহমান করেন ৪৩ রান। এছাড়া তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, রিয়াদ ৭, মেহেদী হাসান ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩ ও মুস্তাফিজ ৫ রান করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৬.১ ওভারেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দলের গাপটিলৈ ১১৮ ও উইলিয়ামসন ৬৫ রান করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেনিল কিউইরা।

মাশরাফি মোহাম্মদ মিঠুনের প্রশংসা করেছেন। তবে ৫৭ রান করা মিঠুনসহ অন্য ব্যাটসম্যানদের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন অধিনায়ক, ‘মিঠুন রান করছে, এটা ইতিবাচক দিক। তবে আমার মনে হয়, উপরের সারির ব্যাটসম্যানদের আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। দুটি ম্যাচেই আমাদের দলীয় সংগ্রহ ২২০-২৩০ এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের দরকার ছিল ২৭০-২৮০ রান। জুটিগুলো ৩০-৩২ রানের না হয়ে ৬০-৭০ হওয়া উচিত ছিল। বোলিংয়ের কথা যদি বলি, মোস্তাফিজ ছাড়া আর কারোর বোলিং উল্লেখ করার মত নয়।’

বুধবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জিতে অন্তত নিজেদের মানরক্ষা করতে চান মাশরাফি, ‘আমাদেরকে একটা দল হিসেবে খেলতে হবে। হাতে আরেকটা ম্যাচ বাকি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

বাংলাদেশ একাদশঃ

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), মুস্তাফিজুর রহমান,রুবেল হোসেন।

Leave a Reply