পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ স্বেচ্ছায় বেকার রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিট অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, গ্রাম অঞ্চলে শিক্ষা ও প্রযুক্তির প্রসার হওয়ায় শিক্ষিত জনগোষ্ঠী কৃষিতে না থেকে শহরমুখী হচ্ছে। এছাড়া কিছু মানুষ নিজেদের ইচ্ছায় বেকার থাকে বলেও মন্তব্য করেন তিনি। বাড়তি সুবিধার আশায় দেশের শিক্ষিত তরুণদের বিদেশে পাড়ি জমানোর মানসিকতা আছে বলেও উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী। মোবাইল ব্যাংকিং খাতে সবধরনের মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রথমবারের মতো ২০১৯ ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিটের এই আয়োজন।