বিগ ব্যাশ ২০১৮-২০১৯ আসরের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে মেলবোর্নের দুই দল রেনেগেটস ও স্টারস।
বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে ডকল্যান্ড স্টেডিয়াম, মেলবোর্নে খেলাটি শুরু হবে।
মেলবোর্ন রেনেগেটস:
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ (সি), স্যাম হারপার (ডব্লু), ক্যামেরন হোয়াইট, ম্যাকেনজী হার্ভে, টম কুপার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ক্যামেরন বয়সে, কেন রিচার্ডসন, ক্রিস ট্রেমেন, হ্যারি গার্নি, জন হল্যান্ড, জ্যাক উইলডমথ।
মেলবোর্ন স্টার্স:
বেন ডুঙ্ক, মার্কাস স্টোনিস, পিটার হ্যান্ডসকোব (ডব্লু), নিক ম্যাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল (সি), সেব গোটচ, ডোয়াইন ব্রাভো, ইভান গুল্বিস, অ্যাডাম জম্পা, ড্যানিয়েল ওয়াররাল, সন্দীপ লামিচেন, জ্যাকসন বার্ড, জ্যাকসন কোলম্যান।