প্রথমে ব্যাটিং করতে নেমে ৪১ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর শেষ পর্যন্ত ২৩২ রানে অলআউট। পরে ৩৩ বল হাতে রেখে আট উইকেটে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এই হলো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের ফল। আগামী পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে কিউইদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ?
মাশরাফির দলের সামনে যে প্রতিবন্ধকতার অন্ত নেই। বিপিএলের কারণে সিরিজের আগে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। বিপিএলে টানা একমাস টি-টোয়েন্টি খেলে বিনা প্রস্তুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হচ্ছে মাশরাফিদের। যেখানে নিউজিল্যান্ডের কন্ডিশন পুরোপুরি ভিন্ন। তাছাড়া সিরিজ শুরুর আগ মুহূর্তে চোটে পড়েছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তরুণ পেসার তাসকিন আহমেদ। এতো প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা দেখার বিষয়।
তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারুক আর নাই পারুক, পরশু মাঠে নামলে মুশফিকুর রহিমের একটা মাইলফলক নিশ্চিত। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৯৯টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। অর্থাৎ পরশু সেরা একাদশে থাকলে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন সাবেক অধিনায়ক। চোটে না পরলে পরশু মুশফিকের মাইলফলক স্পর্শ করা নিশ্চিত।
মুশফিক বাংলাদেশের হয়ে খেলছেন ২০০৫ সাল থেকে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে আভিষেক হয়েছিল সাদা পোশাকের ক্রিকেটে। ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন ২০০৬ সালের আগস্টে, জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর থেকে এখন পর্যন্ত ১৯৯ ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম।