কয়েকদিন পরেই শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট (ডিপিএল)। ওয়ানডে ফরম্যাটে দেশের একমাত্র এই ক্রিকেট লিগের আছে লিস্ট ‘এ’ মর্যাদা। তবে দিনক্ষণ ঠিক হয়ে যাওয়া লিস্ট ‘এ’ ক্রিকেটের এই টুর্ণামেন্টের আগে নতুন আরেকটি টি-২০ লিগ টুর্ণামেন্ট আয়োজন করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা (সিসিডিএম)।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়েই স্বল্প পরিসরে হবে এই টুর্ণামেন্ট। বিষয়টি সিসিডিএমের সর্বশেষ সভায় এই নিয়ে আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় সবার ইতিবাচক ইঙ্গিত মিলেছে। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগ পিছিয়ে মার্চ মাসে শুরু হবে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন টুর্ণামেন্টটি।
এই বিষয়ে সিসিডিএমের পক্ষ থেকে আমিন খান বলেন, আমরা ১২টি ক্লাব নিয়ে নতুন একটি টি-২০ লিগ করতে যাচ্ছি। যেটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের আগে। সবাই মতামত দিয়েছে টুর্ণামেন্টটি পরে করলে এর গুরুত্ব কমে যাবে সবার কাছে। তাই ২৫ ফেব্রুয়ারী থেকে এই টুর্ণামেন্ট আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এক সপ্তাহ টানা চলবে টুর্ণামেন্টটি। এরপর দুই থেকে তিন দিন বিশ্রাম নিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম