ব্রেকিং নিউজ

খেললে কিন্তু ২৫-৩০ লাখ টাকাও পেতাম: তামিম

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হবে আগামী ২০ মার্চ। আর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড, উইন্ডিজকে সাথে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজটা শুরু হবে ৭ মে। অর্থাৎ মাসখানেকের একটা গ্যাপ। এই গ্যাপে ক্রিকেটাররা যেন ঝিমিয়ে না পড়েন সে কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজন করছে বোর্ড। আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের ডিপিএল।

এদিকে, ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার প্ল্যান করে বিসিবি ডিপিএলের আয়োজন করলেও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের পাশাপাশি মুশফিকুর রহিমও এই টুর্নামেন্ট না খেলার আবেদন করেছেন। বোর্ড এই আবেদন মঞ্জুরও করেছে। বিষয়টি অনেকে আবার ভিন্ন চোখে দেখছেন। তবে তামিম জানালেন, অন্য কোনো কারণ নয়, নিজের ফিটনেস স্কিল আরও বাড়াতে চান বলেই এবারের ডিপিএল খেলছেন না তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে একান্তে কথাগুলো বলেছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই সেরা ব্যাটসম্যান বলেন, ‘আমি অনেক বেশি ফিট হতে চাই৷ ঢাকা প্রিমিয়ার লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছি সে কারণে৷ অনেকে ভাবছে, আমি কেন খেলব না! মনে রাখতে হবে, ওখানে খেললে ২৫-৩০ লাখ টাকাও কিন্তু পেতাম৷ ২৫-৩০ লাখ টাকা কম না। আমি তা ছাড় দিচ্ছি, কারণ ওই এক মাস কেবলই নিজের ফিটনেসে মনোযোগ দিতে চাই৷ দেখতে চাই, আমি আগের চেয়ে ফিট হয়েছি এবং এর ভালো ফল পাচ্ছি৷ আরো ফিট হলে মাঠে কেমন লাগবে, সেটি দেখতে চাই৷’

নিজের ফিটনেস বাড়িয়ে তামিম যে তার সুফল পেয়েছেন তার প্রমাণ পরিসংখ্যান ঘাটলেই পাওয়া যাবে। ২০১৫ সালের বিশ্বকাপের পর স্বপ্নের ফর্মে আছেন তামিম। বিশ্বকাপের আগে ১৪১ ওয়ানডে খেলা তামিমের ব্যাটিং গড় ছিল ২৯.৬৭। সেঞ্চুরি ছিল ৪টি। কিন্তু বিশ্বকাপের পর খেলা ৪৫ ওয়ানডতে তার গড় ৬২.৮৩, সেঞ্চুরি করেছেন ৭টি। গড়ের হিসেবে গত বিশ্বকাপের পর তামিমের চেয়ে এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি, রস টেলর ও রোহিত শর্মা।

Leave a Reply