সুমন চন্দ্র,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ আজ ১৪ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার বিকাল ৪ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির উদ্দ্যোগে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির হলরুমে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতির অংশ গ্রহনে অংশ গ্রহন মূলক স্কুল পর্যবেক্ষণ (পিএমএস) সভা করা হয়।
বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা শলোমন বৈরাগী সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ করিম বাদশা প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সিডিপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Chat Conversation End
Type a message…
