নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘আমাদের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। বোলাররা প্রথমে কাজটা সহজ করে দেয়। তারপর সেটা আমরা ধরে রেখেছি। মার্টিন গাপটিল সেঞ্চুরি করেছেন। অন্যরাও ভালো অবদান রেখেছেন। ফিল্ডিংয়ে আমরা ভালো করেছি। আশা করি, এই ধারাবাহিকতা আগামী দুই ম্যাচেও ধরে রাখতে পারবো।
আজ ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামস বলেন, বাংলাদেশ ভালো দল, এতে সন্দেহ নেই। কিন্তু আমাদের বোলারদের সামনে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। আমরা চাই সিরিজের বাকি দুই ম্যাচ বাংলাদেশ আমাদের বিরুদ্ধে লড়াই করুক।
নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩২ রান করে অলআউট হয় বাংলাদেশ। পরে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
সেঞ্চুরি করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কিউই ওপেনার মার্টিন গাপটিল। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।