ব্রেকিং নিউজ

আজ শুভজিৎ বণিক এর ১ম জন্মদিন

আজ শুভজিৎ বণিক এর ১ম জন্মদিন। শুভজিৎ কটিয়াদী পূর্বপাড়ার বাসিন্দা সুমিত বণিক ও রাজু রাণী বণিক সুবর্ণার ১ম সন্তান। সুমিত বণিক পেশায় একজন উন্নয়নকর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআর,বি তে ফিল্ড রিসার্চ অফিসার হিসেবে কর্মরত আছেন। রাজু রাণী বণিক সুবর্ণা একজন গৃহিনী।

বিগত বছরের ঠিক এই দিনে (১১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ভাগলপুরস্থ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সকল দুশ্চিন্তা আর উৎকন্ঠার অবসান ঘটিয়ে তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে শুভজিৎ।

সুমিত বণিক, ‘শুভজিৎ এর জন্মদিনে সকল শুভাকাঙ্খীদের কাছে তার জন্য শুভকামনা প্রত্যাশি। তিনি জানান, আমার লালিত স্বপ্ন সে শুধু একজন আলোকিত মানুষ হয়ে মানুষ ও মানবতার কল্যাণে নিবেদিত করুক তার জীবন।’

শুভজিৎ কটিয়াদী উপজেলার গরীবের ডাক্তার হিসেবে সুপরিচিত প্রবীণ চিকিৎসক প্রয়াত অমূল্য চন্দ্র বণিকের প্রপৌত্র।

Leave a Reply