স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে নিউজিল্যান্ডে উড়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের আট ক্রিকেটার।
বুধবার দুপুরে তাদের সঙ্গী হয়েছেন ট্যুর ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি।
এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ৬ষ্ঠ আসরের।
পরদিন রাতে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম নিউজিল্যান্ডে রওনা দিবেন।
মুল লড়াইয়ে মাঠে নামার আগে লিংকনে আগামী ১০ ফেব্রুয়ারি (রবিবার) নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর আগামী ১৩ ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে নেপিয়ারে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি ও তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি ডুনেডিনে। ওয়ানডের পর টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের সময়সূচি
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা
নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের সময়সূচি
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা