ক্রিকেটের ছোট ফরম্যাটের মধ্যে বেশ জন প্রিয়াতা লাভ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এই জনপ্রিয় খেলাটির দ্বাদশতম আসরটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এর মূলে ভারতের লোকসভা নির্বাচন। যখন শুরু হবে এই জৌলসপূর্ণ আসরটি আর তখনি শুরু নির্বাচনের ডাক ঢোল। নানা জটিলতার থাকা সত্যেও আইপিএল শুরুর পর থেকে তা কখনো বন্ধ হয়নি। জটিলতার কারণে নিজ দেশ ভারতে না হলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে বিদেশের মাটিতে।
কয়েক দিন ধরে গুঞ্জন দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল। তবে দক্ষিণ আফ্রিকার অনুরূপ পুরো টুর্নামেন্ট নয়। দেশের তিন ভেন্যুতে আইপিএল ২০১৯ মৌসুমের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরো প্রচার হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলা দেখতে তিন দিনের সফরে আসবেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আর তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবেন আইপিএলের আসর নিয়ে।
অবশেষে ৬ ফেব্রুয়ারি ৩ দিনের বাংলাদেশ সফরে এসেছেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।আর তাতে বিষয়টি আরো বেশি আলোচিত হয়।তাহলে কি বাংলাদেশে হচ্ছে আইপিএল!
এরপর গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে’র (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের কাছে প্রশ্ন রাখেন বাংলাদেশে আইপিএলের আসর বসবে কি না?
জবাবে পাপন বলেন, ‘এই ব্যাপারে এখন কথা হয়নি।তিনি (মনোহর) এসেছেন আইসিসি’র পক্ষ্য থেকে। আর ওইটা হলো বিসিসিআইয়ের বিষয়।সে ব্যাপারে পড়ে কথা হবে। ’
উল্লেখ্য, ভারতের বাইরে প্রথমবারের মতো আইপিএল অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। এরপর ২০১৪ সালে দেখা দেয় নয়া সমস্যা। ওই বছর একই সময়ে লোকসভা নির্বাচন। তাই ওই সময় দেখা দেয় লোকসভা নির্বাচনের সহিংসতার শঙ্কা। আইপিএল ৭ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। ওই আসরের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আমিরাতে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল ভারতেই।