চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ (৬ই ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর এই ম্যাচে যে দল জিতবে সেই দল ফাইনালে উঠে যাবে।
এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচে যারা জিততে ফাইনালে তাদেরকে সঙ্গী হিসেবে পাবে কুমিল্লা। আজকের ম্যাচটি ঢাকা-রংপুরের জন্য গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে দুইদল।
ইতিমধ্যে গুরুত্বপূর্ন এই ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডাইনামাইটস।
ঢাকা ডায়নামাইটস সম্ভাব্য একাদশঃ সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, উপল থারাঙ্গা, কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, মেহেদী মারুফ, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি বোপারা, সোহাগ গাজী, শফিউল ইসলাম।