ক্যানবেরা টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৫৩৪ রানে ইনিংস ঘোষণা দিয়েছিল স্বাগিতক অস্ট্রেলিয়া। জবাবে স্টার্কের বোলিং তোপে ২১৫ রানে অলআউট হয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ৩১৫ রানে এগিয়ে থেকে ৩ উইকেটে ১৯৬ রানে দ্বিতীয় ইনিংসও ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। ফলে ৫১৬ রানের বিশাল লক্ষ্য পায় লঙ্কানরা। সেই লক্ষ্যে খেলতে নেমে আবারও স্টার্কের বোলিংই কুপোকাত সফরকারীরা।
প্রথম ইনিংসে ২১৫ রান যোগ করলেও এবার মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় হাথুরু সিংহের শিষ্যরা। তাতে ৩৬৬ রানের বড় জয়ের সাথে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফলে হোয়াইটওয়াশের লজ্জ্বায় পড়ে লঙ্কান বাহিনী।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রেখেছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া দল বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে সমান পাঁচ উইকেট নিলেন স্টার্ক। তার বোলিং তান্ডবের ম্যাচে বড় ব্যবধানের জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
ক্যানবেরা টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া স্টার্ক হয়েছেন ম্যাচসেরা। দুই ম্যাচ সিরিজে মোট ১৪ উইকেট নিয়ে প্যাট কামিন্স জেতেন সিরিজ সেরার পুরস্কার।