ব্রেকিং নিউজ

মধুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মোঃ লিটন সরকার, মধুপুর(টাংগাইল)প্রতিনিধিঃ– গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এ স্লোগানে টাংগাইলের মধুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার শালিকা গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গ্রন্থাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগারের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কাকরাইদ শাখার কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান মিলন।

মধুপুর শালিকা গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি রাজ খান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহিষমারা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মুসা মিয়া, শালিকা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি মো: বছির খান, নুরজামাল, কামরুল ইসলাম খান, শামিম আহম্মেদ, মিজানুর রহমান খান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দিনে একবার হলেও গ্রন্থাগারে আসা প্রয়োজন। এখানে আছে জ্ঞানের ভান্ডার। গ্রন্থাগারে এসে বই পড়ে জীবনকে আলোকিত করা সম্ভব। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্ক বই পড়া আবশ্যক।

Leave a Reply