ব্রেকিং নিউজ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার চমক

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যাতে অবনতি হয়েছে নিউজিল্যান্ডের। সম্প্রতি ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ খুইয়ে তিন থেকে চারে নেমে গেছে দলটি।

আইসিসির র‌্যাঙ্কিং হালনাগাদের পর লক্ষণীয় যে, সবার উপরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৬। দুই নম্বরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২২। ১১১ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান পাঁচে। এরপরে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান ছয়ে। সাত নম্বরে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ৯৩। আটে থাকা শ্রীলঙ্কার রেটিং ৭৮। নয় নম্বরে আছে উইন্ডিজ। তাদের রেটিং ৭২। দশ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং ৬৭।

Leave a Reply