সুমন চন্দ্র, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও পীরগঞ্জের অন্যতম সমাজ সেবামূলক সংগঠন আইপজিটিভের নেতৃত্ব তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন কার্যকারী কমিটি অনুমোদন করেছে । আজ ৫ ফেব্রুয়ারি সংগঠনের সাধারন সভায় বর্তমান কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাধারন সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোঃ আবিদ হাসান আতিককে সভাপতি, মহসিন সবুজকে সাধারন সম্পাদক ও মোঃ হাবিবুল্লাহ হাবিবকে নির্বাহী পরিচালক করে কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির সদস্যবৃন্দ সকলের কাছে দোয়া চেয়ে সংগঠনের সকলের হাত ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে তা জানিয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ ও সহ প্রতিষ্ঠাতা হাফিজ আহম্মেদ বলেন, আইপজিটিভ সর্বদায়ই চেষ্টা করেছে পীরগঞ্জে একটি পজিটিভ পরিবর্তনের। এতোদিন ধরে কাজ করে আমার কাছে সবচেয়ে বড় সাফল্য মনে হয়েছে আমরা মানুষের মধ্যে পজিটিভ “চিন্তার” একটি পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। এবং আমরা বিশ্বাস করি এই ছোট ছোট পরিবর্তনগুলোই এক সময় পীরগঞ্জ তথা দেশকে আধুনিক, বাসযোগ্য ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আইপজিটিভ একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। পীরগঞ্জের সামাজিক উন্নয়নের জন্য যুব সমাজকে একত্রিত করাই সংগঠনের উদ্দেশ্য।
অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা, রক্তদান কর্মসূচী, মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপন অভিযান, ডাষ্টবিন স্থাপন, শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালনের মাধ্যমে পীরগঞ্জের মানুষের মনে মধ্যে স্থান দখল করে নিয়েছে সংগঠনটি।