স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ও বর্তমানে টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতে দ্বিতীয় টেস্টে দলের স্লো ওভার রেটেন কারণে তাঁর ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।
অবশ্য দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে তাঁর দল। এর আগে ৩৮১ রানে প্রথম টেস্টেও জয় লাভ করে উইন্ডিজ ৩ ম্যাচ সিরিজ ইতোমধ্যে ২-০ তে জিতে নিয়েছে৷ ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচটা এখন কেবলই আনুষ্ঠানিতা রক্ষার ম্যাচ৷ তবে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে বল হাতে দারুণ ভূমিকা পালন করেছেন তিনি৷ তাই অল্প হলেও দল তাঁকে মিস করবে।
অবশ্য এবারই প্রথম নয়, বরং স্লো ওভার রেটের কারণে বিভিন্ন সময়ে আগেও তিন তিন বার নিষিদ্ধ হন তিনি!