ফের মারণ-বাউন্সার! ফের আছড়ে পড়ল মাথায়। হাসপাতালে বিপদগ্রস্ত ক্রিকেটারকে নিয়ে ছুটল অ্যাম্বুলেন্সে। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্যানবেরার ম্যানুকা ওভাল।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে। ক্যানবেরা টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ক্রিজে ওপেনিং জুটিতে ব্যাট করছিলেন লাহিরু থিরিমানে ও দিমুথ করুণারত্নে। অজি পেসারদের মোকাবিলা করে দুই ওপেনার স্কোরবোর্ডে ৮২ রান তুলেও ফেলেছিলেন। ৪৬ রানে ব্যাট করছিলেন করুণারত্নে। হাফসেঞ্চুরি পূর্ণ করার আগেই দুর্ঘটনা।
প্যাট কামিন্সের ১৪৩ কিমির বাউন্সার এড়াতে পারেননি করুণারত্নে। কানের কাছে সরাসরি আঘাত লাগে তাঁর। মাঠেই শুয়ে পড়েন। অস্ট্রেলীয় ক্রিকেটাররা ছুটে আসেন। শ্রীলঙ্কার চিকিৎসকরাও চলে আসেন। পরিস্থিতি খারাপ দেখে মোটর-স্ট্রেচারে করে প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই অ্যাম্বুলেন্সে করে সরাসরি হাসপাতালে পাঠানো হয় করুণারত্নেকে।
কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন জাতীয় দলের তারকা ফিল হিউজেস। ক্যানবেরার ঘটনা ফিরিয়ে দিল সেই স্মৃতি।