লা লিগায় দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে হার এড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।
শনিবার (২ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ২৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে রদ্রিগো মোরেনোর পাসে বল পেয়ে কোনাকুনি কিকে বল জালে জড়িয়ে ভ্যালেন্সিয়াকে আনন্দে ভাসিয়ে দেন কেভিন গামেইরো।
নিজেদের ডি-ভেতর সার্জিও রবার্তো ফাউল করে বসেন ড্যানিয়েল ওয়াসকে। ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং বার্সা সমর্থকদের রীতিমতো স্তম্ভিত করে দিয়ে স্পট কিক থেকে গোল করে ভালেন্সিয়ার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিয়েল পারেহো।
ঘরের মাঠে হারের শঙ্কায় পড়ে যাওয়া কাতালানদের হয়ে ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওয়া মেসির গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার টনি লাটো ডি-বক্সের ভেতর নেলসন সেমেডোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
বিরতির পর ৬৪ মিনিটের মাথায় ভিদালের পাসে বল পেয়ে বাঁ পায়ের কিকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। আর তাতে স্বস্তি ফিরে আসে কাতালান শিবিরে।
এদিকে লা লিগার অন্যান্য ম্যাচে ঘরের মাঠে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। ঘরের মাঠে আরও জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। তারা অ্যাতলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে। তবে নিজেদের মাঠে জয় পায়নি লেভান্তে। গেটাফের বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।
২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট ৩৯।