ব্রেকিং নিউজ

একাদশে থাকতে পারে আশরাফুল

২ ম্যাচে ব্যার্থ হওয়ার পরে আবারো একটি সুযোগ দেওয়া হয় আশরাফুলকে। কিন্তু সুযোগকে এইদিন কাজে লাগাতে পারেননি তিনি। এইদিন তিনি আউট হয়েছেন শূণ্য রানেই। তবে ব্যার্থ হলেও আগামীকাল আশরাফুলের মাঠে নামা নিয়ে শুরু হয়েছে সম্ভাবনার।

কেননা আজকে ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেক। চিটাগংয়ের সুত্র অনুযায়ী মোসাদ্দেকের ইনজুরিটা বেশ গুরতরেই বলা চলে। তাই এই ম্যাচে তাকে বসানো যেতে পারে সাইডবেঞ্চে।

আর তার বদলেই একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর চিন্তাভবনা করছে চিটাগং। আর সেই হিসেবেই তার বদলে মাঠে দেখা যেতে পারে আশরাফুলকে।

Leave a Reply